নিজস্ব প্রতিবেদক, রংপুর :
সড়ক ও জনপদ অধিদপ্তর, রংপুর জোন, রংপুরের কার্যক্রম সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় রংপুর সড়ক ভবন অডিটোরিয়ামের গণশুনানিতে সভাপতিত্ব করেন সড়ক জোন রংপুরের অতিরিক্ত প্রধান প্রকৌ মো: সুরুজ মিয়া। গণশুনানিতে গত এক বছরের কাজের পরিসংখ্যান, কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। গণশুনানির আলোচনায় অংশ নিয়ে প্রশ্নের উত্তর দেন তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল দিনাজপুর মাহবুবুল আলম খান, তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল রংপুর আব্দুর রহীম, তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল বগুড়া সুপ্তা চাকমা, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম নজরুল ইসলাম, নীলফামারী জহিরুল ইসলাম, বগুড়া আসাদুজ্জামান, রংপুর মাহবুব আলমসহ সড়ক বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাগণ।
এ সময় সাংবাদিক, ঠিকাদার, কাউন্সিলর ও মেম্বার, সূধীসমাজ, সাধারণ মানুষসহ সড়ক বিভাগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা গণশুনানির আলোচনা ও প্রশ্ন পর্বে অংশ নেয়।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী