রংপুর সদর উপজেলায় মাইক্রোবাস ও থ্রি হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের সানেতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার আমজাদ হোসেন (৫০), সিরাজুল ইসলাম (৩৭), আম্বিয়া বেগম (৬০), জাহাঙ্গীর আলম (৪৫) ও গঙ্গাছড়া উপজেলার নাজমা বেগম (৩৫)।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে তারাগঞ্জগামী মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনকে মৃত ঘোষণা করেন।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২