রংপুর ব্যুরো:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সার ব্যবস্থাপনা আইন ও কৃষি বিপণন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০৭ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার বিকেলে হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএডিসির অনুমোদিত সার ডিলার মোঃ আশরাফুজ্জামানের গোডাউন থেকে নিয়ম বহির্ভূতভাবে মজুদ রাখা ১০৭ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে মোঃ আশরাফুজ্জামান (পিতা: ওবায়দুল্লাহ প্রামাণিক), মেনানগর, ডাংগীরহাট, তারাগঞ্জ, রংপুর-কে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দকৃত সার উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়। বিক্রিত সার বাবদ ১ লক্ষ ৪৬ হাজার ৪৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তাকে।এছাড়াও কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টির দায়ে মোঃ শহীদুল ইসলাম (পিতা: মৃত আলহাজ্ব কপিল উদ্দিন), পূর্বকুর্শা মাছুয়াপাড়া, তারাগঞ্জ-কে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মোনাববর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানি রায় ও সহকারী কৃষি কর্মকর্তা মীম।উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
ধানের শীষের প্রচারণায় মুখরিত রংপুর সদরের খলেয়া ও হরিদেবপুর ইউনিয়ন
হোসেনপুর থানায় নতুন ওসির যোগদান
সারিয়াকান্দি ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভাপতি সদস্যবৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের সংবর্ধনা