রংপুর ব্যুরো: রংপুরে ২৮ দিন মেয়াদি ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মে) দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১ম ধাপে ২৮ দিন মেয়াদি ১০০ জন ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ ।
৫২’র বাংলা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সর্বশেষ ২৪’র গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করে তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, কঠোর শ্রম ও দক্ষতাকে কাজে লাগিয়ে আনসার ও ভিডিপি বাহিনীর অনন্য উচ্চতায় নিতে হবে। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জণের মাধ্যমে একটি মর্যাদাশীল ও সুদৃঢ় অবস্থানে ঐ বাহিনীকে দাঁড় করাতে হবে। তিনি আরো বলেন, দক্ষ জনশক্তি গড়ার অনবদ্য কারখানা আনসার-ভিডিপি বাহিনীর কারিগরি, বৃত্তিমূলক ও আত্মকর্মসংস্থান সৃষ্টিমূলক প্রশিক্ষণ নিয়ে আপনাদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চাকুরির পিছনে না ছুটে এক একজন প্রশিক্ষণার্থী উদ্যোক্তা হতে হবে, দূর করতে হবে বেকারত্বকে। গড়তে হবে স্বপ্নের নতুন বাংলাদেশ।
আনসার-ভিডিপি রংপুর জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম বিএএমএস এর সভাপতিত্বে সমাপনীতে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্স অ্যাডজুট্যান্ট সাইদুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার বিজন দত্ত, কোয়াটার মাষ্টার মনিরুজ্জামান, প্রধান প্রশিক্ষক জুয়েল রানা প্রমূখ। এছাড়াও উক্ত প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮ জন অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণার্থীদের ক্লাস নেন।
প্রশিক্ষণে রংপুর জেলার ৮ উপজেলা থেকে বাছাইকৃত তরুণ শিক্ষিত ১০০ জন সদস্য অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মাঝে পিটি, প্যারেড, ড্রিল, অস্ত্র চালনা, জঙ্গি বাদ, সন্ত্রাসদমন, মাদক প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, গবাদিপশু, হাস-মুরগী পালন, মৎসচাষ, আনসার-ভিডিপি সংগঠনের পরিচিতি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রশিক্ষণ ও গুলিছুড়া অনুশীলন করা হয়। প্রশিক্ষণ শেষে ৩ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে সম্মাননা ক্রেষ্টসহ সকল প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার সার্টিফিকেট প্রদান করা হয়।
আরও পড়ুন
ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে ব্যবসায়ী হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
সেনাবাহিনী-বিজিবির যৌথ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ