August 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 20th, 2025, 7:50 pm

রংপুরে ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গঙ্গাচড়া দল চ্যাম্পিয়ন

রংপুর ব্যুরো:

রংপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুর স্টেডিয়ামে ফাইনাল খেলায় রংপুর সদর উপজেলা দলের মুখোমুখি হয় গঙ্গাচড়া উপজেলা দল। ফাইনাল খেলা দেখতে গঙ্গাচড়া, সদর উপজেলাসহ রংপুর জেলার ৮ উপজেলা থেকে ট্রাক, বাস, অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেল, সাইকেলে হাজার হাজার মানুষ রংপুর স্টেডিয়ামে উপস্থিত হন। রংপুর স্টেডিয়ামের ইতিহাসে এত পরিমান দর্শক গত ১৬ বছরেও কোন টুর্নামেন্ট অংশ নেয়নি। দর্শকদের উপস্থিতিতে গ্যালারীতে যেন তিল ধারণের ঠাঁই নেই। মাঠে খেলোয়ারদের ক্রীড়া নৈপুন্যের সাথে সাথে দর্শকরা হাততালি, বাঁশি বাজিয়ে উৎসাহ প্রদান করেন। অনেক দর্শক ‘রংপুর বিভাগীয় স্টেডিয়াম চাই’, ‘বছরব্যাপী টুর্নামেন্ট চাই’ নানা লেখা সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে এসেছিলেন। ফাইনাল খেলায় গঙ্গাচড়া দলের পক্ষ হয়ে খেলোয়ার ইউনুস প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়। ম্যাচের ২০ মিনিটে সদর উপজেলার খেলোয়ার জুয়েল গোল করে খেলায় সমতা ফেরান। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে গঙ্গাচড়া দলের হয়ে ইয়াসিন গোল করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেন গঙ্গাচড়া দলের খেলোয়ার মানিক এবং টুর্নামেন্টে সেরা হন সদর উপজেলার মেহেদী। খেলা শেষে ক্রীড়া উপদেষ্টা বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানাসহ অন্যরা।

এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে মিনি বিসিবি তৈরী করা হচ্ছে। রংপুর বিভাগ হলেও এখানে বিভাগীয় স্টেডিয়াম নেই। অচিরেই এখানে বিভাগীয় স্টেডিয়াম তৈরী করা হবে। ভবিষ্যতে ক্রীড়াকে এগিয়ে নিতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করা হবে। ###

শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার শ্রদ্ধা নিবেদন

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ