December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 15th, 2025, 7:08 pm

রংপুরে ৩ মাসে ১৩ খুন, ধর্ষণ ৩৭,৮৯৯টি অপরাধ সংগঠিত

রংপুর ব্যুরো:

রংপুরে গত ৩ মাসে ১৩টি খুন, ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন। ওই তিন মাসে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছে। এ ছাড়াও ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ সেপ্টেম্বর মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।

অক্টোবর মাসে জেলায় খুন হয়েছে ৫ জন। ৩২টি স্থানে চুরি সংঘটিত হয়েছে। এরমধ্যে ৩টি স্থানে সিধেল চুরির ঘটনাও ঘটেছে। এছাড়াও ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনা ঘটেছে জেলায়। অক্টোবর মাসে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। সবমিলিয়ে এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।

নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে রংপুর জেলায়। এছাড়াও চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা ২টি। এ মাসেও ৩টি অপহরণের ঘটনা ঘটছে। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন। এ ছাড়াও নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে সর্বমোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলাবিষয়ক সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।