রংপুর ব্যুরো:
দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ, ক্রয় চুক্তি বাতিল, জ্বালানি অপরাধিদের বিচারসহ ৯ দফা দাবিতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব রংপুর চত্বরে ক্যাবের রংপুর মহানগর ও জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব রংপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মহানগর শাখার সহ সভাপতি হাসান ফেরদৌস, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন রুমি সহ উপস্থিত নেতৃবৃন্দ।মানববন্ধনে নেতৃবৃন্দ নি¤েœাক্ত ৯দফা দাবি উল্লেখ করেন, সরকার যৌথ মালিকানায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা-বাণিজ্যে জড়াবে না এবং সরকারি মালিকানাধীন কোনো কোম্পানি তথা জনগণের সম্পত্তির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করবে না। কস্ট প্লাস নয়, সরকার শুধু কস্ট বেসিসে মুনাফামুক্ত বিদ্যুৎ, ও জ্বালানি সেবা দেবে। বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি মিশ্রে স্বল্প মেয়াদি পরিকল্পনায় তরল জ্বালানির অনুপাত সর্বনি¤œ পর্যায়ে নামিয়ে আনতে হবে। জ্বালানি অপরাধীদের বিচার করতে হবে। জ্বালানি অপরাধীদের নিকট থেকে আদায়কৃত ক্ষতিপূরণের অর্থে ‘ঊহবৎমু চৎরপব ঝঃধনরষরুবফ ঋঁহফ’ গঠিত হতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আইন ২০০৩ এর মৌলিক সংস্কার হতে হবে। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়ন নিশ্চিত হতে হবে। নবায়নযোগ্য বিদ্যুৎ উন্নয়ন বৈষম্যহীন নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎবাজার বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। উল্লিখিত প্রক্রিয়ায় বিগত ১৫ বছরে সমগ্র জ্বালানি সরবরাহে যে পরিমাণ অর্থ তসরুপ ও আত্মসাৎ হয়েছে, তা নির্ধারণ করা এবং যাদের কর্তৃত্বে এ-তসরুপ ও আত্মসাত ঘটেছে এবং যারা লাভবান হয়েছেন তাদের সকলের নিকট থেকে উক্ত অর্থ ও ক্ষতিপূরণ আদায় করা এবং তাদের জ্বালানি অপরাধী হিসেবে বিচারের আওতায় আনতে হবে।বক্তব্যে তারা আরো বলেন, এই ৯ দফা দাবি আদায় না হলে বৃহত্তর সার্থে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।এ সময় ক্যাব রংপুর জেলা, মহানগরসহ বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
General M.A.G. Osmani, Commander-in-Chief of the Mukti Bahini, was absent surrender ceremony

আরও পড়ুন
কুলাউড়ায় ভারতীয় সিগারেট জব্দ
স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার মর্যাদা দিতে জানেনি: এ্যানি চৌধুরী
জাপানে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন (BLAJ) প্রতিষ্ঠিত: নাসিরনগরের কৃতিসন্তান সাইফুল সভাপতি নির্বাচিত