আব্দুর রহমান মিন্টু, রংপুর :
রংপুর অঞ্চলের বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতের সম্প্রসারণ ও শস্য বিন্যাস অন্তর্ভূক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)দুপুরে বিনা রংপুর উপকেন্দ্রে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিনার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিনার এসআরএবি প্রকল্পের পরিচালক ড. মাহবুবুল আলম তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, রংপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ বেলাল উদ্দিন, গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো: সরিফুল ইসলাম ,বিনার এসআরএবি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।
এতে বক্তব্য রাখেন উপস্থাপন করেন বিনা রংপুর কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলী ,রংপুর কৃষি সম্প্রসাণ অধিধপ্তরের উপ পরিচালক মো: এনামূল হক, কুড়িগ্রাম কৃষি সম্প্রসাণ অধিধপ্তরের উপ পরিচালক সাইফুল আলম,কৃষক মো: মকবুল হোসেন প্রমূখ ।
বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কর্মশালায় রংপুর কৃষি অঞ্চলের ৮ জেলার কৃষি সম্প্রসাণ অধিধপ্তরের উপ পরিচালক , উপজেলা কৃষি কর্মকর্তা, বীজ উদ্যোক্তারা, বিনার উদ্ভাবিত ফসলের জাতের ফলন, সম্প্রসারণ ও সমস্যা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ