April 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 25th, 2025, 3:52 pm

রংপুর চিড়িয়াখানায় নতুন সঙ্গিনী পেয়ে উৎফুল জেব্রা জুটি

রংপুর ব্যুরো : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ করে রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় নতুন নতুন প্রাণী সংযোজন হচ্ছে। গত রবিবার ঢাকার মিরপুর চিড়িয়াখানা থেকে রংপুরে নিয়ে আসা হয়েছিল আনুমানিক সাড়ে তিন বছরের একটি পুরুষ জেব্রা। কদিন সঙ্গিনী ছাড়া জেব্রাটি কেমন যেন মন মরা হয়ে পড়েছিল। শনিবার দুপুরে জেব্রার নারী সঙ্গিনীকে নিয়ে আসা হয় ঢাকা চিড়িয়াখানা থেকে। সঙ্গিনী পেয়ে ভাবভঙ্গিই পাল্টে যায় পুরুষ সঙ্গীটির।

চিড়িয়াখানার বেষ্টনীর মধ্যে নারী জেব্রাটি রাখার পরে এই জুটি মনের আনন্দে বিচরণ করতে থাকে বেষ্টনীর ভিতরে। তাদের চঞ্চল ছোটাছুটি মুগ্ধ করে দর্শনার্থীদের। এই জুটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় ছিল লক্ষণীয়।রববিার বেলা তিনটার দিকে চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে এমন দৃশ্য। শুধু জেব্রার সঙ্গিনী আসেনি, আরও এসেছে তিনটি ইমু পাখি এবং একটি অ্যারাবিয়ান ঘোড়া। চিড়িয়াখানায় নতুন অতিথি এসেছে এমন খবরে দুপুর থেকেই কৌতূহলী দর্শকদের ভিড় বাড়তে থাকে।  নতুন প্রাণী দেখতে আসা মাহমুদ হাসান বলেন, ‘এর আগে কখনো জেব্রা দেখিনি। দেখে খুব ভালো লাগল।’ আরেক দর্শনাথী রিনা পরভীন বলেন, ‘অ্যারাবিয়ান ঘোড়ার কথা বইপুস্তকে পড়েছি। এবার বাস্তবে দেখলাম।’ তাদের মতো অনেকেই নতুন প্রাণী দেখে উৎফুল্ল।

নতুন অতিথিদের নিয়ে বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩৪ প্রজাতির ২৬৬টি প্রাণী হলো। চিড়িয়াখানায় যেসব প্রাণী রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাঘ ২টি, সিংহ ২টি, জলহহি ৩টি, ময়ুর ৮টি, হরিণ ৬২টি, অজগর সাপ ২টি, ইমু ৬টি, উটপাখি ১টি, বানর ৯টি, কেশওয়ারি ১টি, গাধা ৮টি, ঘোড়া ২টিসহ বিভিন্ন প্রজাতির পাখি উল্লেখযোগ্য।
সোমবার দুপুরে রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. আমবার আলী তালুকদার জানান, জেব্রা ২টি ঢাকা চিড়িয়াখানা থেকে আনা হয়েছে। এদের বয়স আনুমানিক ৩ থেকে সাড়ে ৩ বছর হবে। এদের জন্ম ঢাকা চিড়িয়াখানাতেই।