July 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 23rd, 2025, 6:43 pm

রংপুর চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ

রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের ২০২৫-২০২৭ দ্বি বার্ষিক মেয়াদী নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান  বুধবার  রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) রংপুর মহানগর শাখার আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু ও বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) রংপুর জেলা শাখার সদস্যসচিব আনিছুর রহমান লাকু।

অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের ২০২৫-২০২৭ দ্বি বার্ষিক মেয়াদী নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি এমদাদুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, সহ-সভাপতি যথাক্রমে মোঃ এনামুল হক সোহেল, ও  মোঃ জুলফিকার আজিজ খান ভুট্টো এবং পরিচালকবৃন্দ যথাক্রমে পার্থ বোস, মোঃ ওবায়দুর রহমান রতন, খন্দকার মাহামুদ ইলাহী (বিপ্লব), মোঃ কামাল হোসেন, মোঃ মামুনুর রশিদ, মোঃ তৌহিদ হোসেন, মোঃ সাইফুল আলম, আশরাফুল আলম, আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, মোঃ আজিজুল হক, মোঃ শরিফুল ইসলাম, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ তাইফুর রহমান, মোঃ শফিকুল ইসলাম মিঠু, প্রণয় বনিক, খেমচাঁদ সোমানী (রবি), মোঃ শফিকুল ইসলাম মনা, মোঃ রশিদুস সুলতান বাবলু, মোঃ আব্দুল্লাহেল কাফি (দুদু) ও গোলাম আহমেদ আব্দুল মুকীত এবং ট্রেড গ্রুপ থেকে রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম বারী রাজ কে শপথ বাক্য পাঠ করান আরসিসিআই নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান ও ন্যাশনাল ব্যাংক পিএলসি রংপুর শাখার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ সারওয়ার মোর্শেদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পরই চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি মোঃ আকবর আলী চেম্বার পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি এমদাদুল হোসেন এর নিকট রংপুর চেম্বারের দায়িত্বভার হস্তান্তর করেন। এরপর নবনির্বাচিত রংপুর চেম্বার পরিচালনা পর্ষদকে বিভিন্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, আরসিসিআই নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, চেম্বারের সদ্য বিদায়ী পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, চেম্বারের সাধারন সদস্য ও সদস্যাবৃন্দ, চেম্বারের প্রাক্তন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালক ও নির্বাহী সদস্যবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি থেকে আগত নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরিশেষে অনুষ্ঠানে চেম্বারের বিদায়ী পরিচালনা পর্ষদ ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে রংপুর চেম্বারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ