October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 4:47 pm

রংপুর জেলার ৫টি স্পষ্ট থেকে বিনামূল্যে চারা বিতরণ

রংপুর ব্যুরো:

জলবাযু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (৪র্থ পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায়  সামাজিক বন বিভাগ বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সহযোগিতায় আজ মঙ্গলবার   রংপুর জেলার ৫টি স্পষ্ট থেকে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।

আজ সকালে  স্কাউট ভবন, কাচারী বাজার, রংপুরে  আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে চারাগাছ  বিতরণ কর্মসূচির  উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত ডেপুটি কমিশনার মোহাম্মদ রমিজ আলম। সামাজিক বন বিভাগ রংপুর সদর রেঞ্জ কর্মকর্তা  মো: মোশাররফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  মো: আব্দুর রহিম, এএলটি সম্পাদক, বাংলাদেশ স্কাউট, রংপুর জেলা,মিজ স্মৃতি সিংহ রায়, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রংপুর,জেলা স্কাউট কমিশনার মোঃ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, দিনাজপুর অঞ্চলের উপ আঞ্চলিক কমিশনার সমাজ  উন্নয়ন মো আল আমিন রাজা, সদর উপজেলা স্কাউট কমিশনার মোঃ মিজানুর রহমান, জেলা কাব লিডার নাহিদ আকতার পারভীন, সহকারী কমিশনার ইকবাল হোসেন ও আখতারুল ইসলাম। রংপুর জেলা স্কাউটস এর সহায়তায় সামাজিক  বন বিভাগের ৫ হাজার ফলদ ও বনজ  গাছের চারা  রংপুরের  মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউট সদস্য ও প্রতিষ্ঠানের মধ্যে ৪টি স্পষ্টে বিতরণ করা হয়েছে।  স্পটগুলো হচ্ছে স্কাউট ভবন কাচারি বাজার, চব্বিশ  হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,খাসবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং  বনবিভাগের আলমনগর এসএমএনইসি কেন্দ্র।