রংপুর ব্যুরো:
রংপুর জেলা ও সিটি করর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে ১৩ ই নবেম্বর পর্যন্ত ১৮ কার্য দিবসে রংপুর জেলায় সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেয়া হবে।
এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ২ লাখ ১০ হাজার ৬১৯ জন শিশু ও জেলার ৮ উপজেলায় ৬ লাখ ৪৮ হাজার ৮৫৪ জন শিশু-কিশোর রয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ১ লাখ ৮১ হাজার ৯৯ জন এবং সিটি করর্পোরেশন এলাকার ৪০ হাজার ৮৫২ জন নিবন্ধনের আওতায় এসেছে বলে জাানানো হয়। তবে নির্ধারিত সময়ে নিবন্ধিত-অনিবন্ধিত সকল শিশু কিশোরকে এ টীকার আওতায় আনা হবে।
গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে দুপুরে রংপুর সিটি করর্পোরেশন সভাকক্ষে এবং বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সদর হাসপাতাল মিলনায়তনে আায়োজিত পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় জানানো হয়, এক ডোজ টিসিডি টিকা দিন, আপনার সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্তি দিন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের নীচের শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় টাইফয়েডের টীকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যথাযথ প্রক্রিয়ায় এসব টিকা সংরক্ষন করা হয়। তবে জ্বরে আক্রান্ত বা অসুস্থ কোন শিশু কিশোরকে এ টীকা দেয়া যাবে না।
রংপুর সিটি করর্পোরেশন সভাকক্ষে আায়োজিত সংবাদ সম্মেলনে সিটি করর্পোরেশন প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, আগামী ১২ই অক্টোবর রোববার রংপুর নগরীর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে তিনি এই কর্মসুচীর উদ্বোধন করবেন। এখানে ২ হাজার শিক্ষার্থীর মাঝে টাইফয়েড টিকা দেয়া হবে। এছাড়া সিটি করর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ১৯৮ জন স্বস্থ্য কর্মীর তত্বাবধানে স্বেচ্ছাসেবকরা এব্যাপারে দায়িত্ব পালন করবেন। এসময় সিটি করর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান এবনে তাজ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এদিকে বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সদর হাসপাতাল মিলনায়তনে আায়োজিত পৃথক সংবাদ সম্মেলনে জেলার সিভিল সার্জন ডাক্তার শাহীন সুলতানা জানান, আগামী ১২ই অক্টোবর রোববার রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের ধাপেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে এই কর্মসুচীর উদ্বোধন করবেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। কর্মসুচী সফল করতে ১ হাজার ৯১৬ টি টিমের আওতায় ৫ হাজার ৭৪৮ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন। কর্মসুচী সফল করতে মোট ৩ হাজার ২৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে টিকা দেয়া হবে।##
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
এবার কুড়িগ্রামে দুধকুমর নদে ভেসে এসেছে মরা গন্ডার