জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুর জেলা পরিষদ নির্বাচনে১ নং ওয়ার্ডে সদস্য পদে ঢোল প্রতীকে নির্বাচিত হন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা সংবাদ পত্রিকার সম্পাদক এবং আলমবিদিতর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম। তিনি ৪৯ ভোট পান। তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাতি প্রতীকে পান ৪২ ভোট। আর লালচাদপুর ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক সহিদুল ইসলাম পান টিউবওয়েল প্রতীকে পান ২৯ ভোট।অন্যদিকে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা নিয়ে ১ সংরক্ষিত আসনে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ক্ষ্যান্ত রানী রায় নির্বাচিত হয়েছেন। তিনি হরিণ প্রতীকে ১১৬ ভোট পান। তার নিকটতম প্রার্থী দুলালী বেগম বিউটি ফুটবল প্রতীকে পান ৯৮ ভোট। ১ নং সংরক্ষিত আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছিলো। এছাড়া রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু। তিনি মোটরসাইকেল প্রতীকে ৬০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মনোনীত বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইলিয়াস আহমেদ আনারস প্রতীকে পান ৪৮৪ ভোট।
আরও পড়ুন
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি
রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা