August 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 28th, 2025, 7:15 pm

রংপুর জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় র্শীষক সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও গারিগরি সহযোগীতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত বাংলদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্প এর আওতায় রংপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজনে “জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় র্শীষক সভা” জেলা প্রশাসন রংপুরের সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত হয়। উক্ত গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় র্শীষক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা ইউএনডিপির প্রতিনিধি সুমন চাকমা, প্রজেক্ট এ্যানালিস্ট ও বাস্তবায়ন সহযোগী সংস্থা ইএসডিও’র প্রকল্প সমন্নয়কারী মারুফ আহমদ। রংপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্যে সভাপতি সভার উদ্দেশ্য ও গ্রাম আদালতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া গত এক বছরে রংপুর জেলার গ্রাম আদালতে মামলার চিত্র উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক উপস্থাপন, চলমান কার্যক্রম, স্থানীয় সরকার রংপুর কর্তৃক গৃহীত পদক্ষেপ সমুহ উপস্থাপন করেন জেলা ম্যানজার গ্রাম আদালত সক্রিয়রণ (৩য়) পর্যায় প্রকল্প, রংপুর। উম্মুক্ত আলোচনা, প্রশ্নউত্তর পর্ব শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গ্রাম আদালতকে আরো জনবান্ধব ও সেবার ব্রত নিয়ে কাজ করার পরামর্শ দেন। সেই সাথে তিনি প্রতিটি ইউনিয়নে আলাদা গুদাম ঘর প্রস্তুত করার নির্দেশনা দেন যেন এজলাস কক্ষটি ব্যবহার উপযোগী ও পরিচ্ছন্ন থাকে। জেলা প্রশাসক নির্দেশনামূলক বক্তেব্যের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

সভা পরিচালনায় ছিলেন মো: মাসুদ রানা জেলা ম্যানেজার গ্রাম আদালত সক্রিয়রণ (৩য়) পর্যায় প্রকল্প,ইএসডিও, রংপুর।

 

 

আব্দুল বারী স্বপন