January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 18th, 2022, 3:43 pm

রংপুর জেলা প্রশাসকের হাড়িয়ারকুটি ইউনিয়ন পরিদর্শন

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :

রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপন কর্মসূচি ও বিভিন্ন ফলজ চারা বিনামূল্যে বিতরন করেন এবং সেই সাথে জানো প্রকল্পের হ্যান্ড ওয়াস স্টেশন ও উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজীর বাগান পরিদর্শন করেন। গত শনিবার (১৭ সেপ্টম্বর) পরিদর্শন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান লিটন, তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমান, হাড়িয়ারকুঠি ইউপির চেয়ারম্যান জনাব কুমারেশ রায়। জেলা প্রশাসক আসিব আহসান জানো প্রকল্পের কার্যক্রম দেখে খুবই খুশি হন এবং তিনি বলেন ইউনিয়ন পরিষদে হ্যান্ড ওয়াস স্টেশন ও উচ্চ পুষ্টি সমৃদ্ধ সবজীর বাগান পুষ্টির উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ভুমিকা পালন করছে। পরিদর্শন শেষে জানো প্রকল্পের সবজীর বাগানে লেবুর চারা রোপন করেন। জয়েন্ট এ্যাকশান ফর নিউট্্িরশন আউটকাম (জানো) প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়ন হচ্ছে।