গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু’র আত্মার মাগফেরাত কামনায় গঙ্গাচড়া উপজেলা উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার মাগরিবের নামাজের পর উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ওয়াহেদুজ্জামান মাবু, সদস্য
আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, সদস্য ফজলুর রহমান বাদল, সদস্য সাজেদুর রহমান রানা, সদস্য মোঃ ফিরোজ আলম, সদস্য মোঃ মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য মোঃ আখেরুজ্জামান মিলন, সদস্য লিটন পারভেজ, সদস্য মোঃ নাজমুল হুদা, সদস্য আনোয়ার শাহাদত, সদস্য আবু হানিফ বোচা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবি দল, তাতীদল ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। শোক সভায় অতিথিবৃন্দ আনিছুর রহমান লাকু’র রাজনৈতিক জীবনের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। শোক সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আনিছুর রহমান লাকু’র আত্মার মাগফেরাত কামনা করা হয়। শোক সভা ও দোয়া মাহফিল উপজেলা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন
কুলাউড়ায় কোটি টাকা মূল্যের জাল টাকা, নকল পিস্তলসহ গ্রেপ্তার -১
সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, দল থেকে বহিষ্কার
রংপুরে জামায়াতে ইসলামী’র ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধন