October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 18th, 2025, 8:45 pm

রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

oplus_0

রংপুর ব্যুরোঃ

রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নবীন-প্রবীন মটর শ্রমিকদের নিয়ে এক মতবিনিমিয় সভা গত বুহস্পতিবার রাতে রংপুর কেন্দ্রীয় বাস টার্র্মিনাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রবীন মটর শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন সোণার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় শ্রমিক নেতা মুকুল মিয়া, শিরু ড্রাইভার, শহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজাদা, আলম কন্ট্রাকটর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

মতবিনিমিয় সভায় শ্রমিক নেতারা বলেন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নে একটি নিরপেক্ষ র্নিদলীয় সাধারন সভার মাধ্যমে নতুন আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে গুরুত্ব আরোপ করে তা বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

সভায় শ্রমিক নেতা মটর শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মুকুল মিয়া বলেন, সাধারন মটর শ্রমিকরা দীর্ঘদিন ধরে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নে একটি নিরপেক্ষ র্নিদলীয় সাধারন সভার আয়োজন করার মাধ্যমে তাগাদা ও আন্দোলন করে আসছে। এ লক্ষ্যেই আজকের এই মতবিনিমিয় সভার আয়োজন করা হয়েছে। এ লক্ষে আগামীকাল রোববার রংপুর জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হবে।

মতবিনিমিয় সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নে একটি নিরপেক্ষ র্নিদলীয় সাধারন সভার মাধ্যমে নতুন আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।