December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 7:18 pm

রংপুর টু ঢাকা বাস র্সাভসি শুভ উদ্বোধন আনসার-গ্রাম প্রতরিক্ষা বাহনিীর বাস র্সাভরি উদ্বোধন

রংপুর ব্যুরো:

বাংলাদশে আনসার ও গ্রাম প্রতরিক্ষা বাহনিীর উদ্যোগে রংপুর টু ঢাকা বাস র্সাভসি বলেুন উড়িয়ে ফতিা কেটে শুভ উদ্বোধন করনে রংপুর রঞ্জেরে উপমহাপরচিালক মোহাম্মদ আবদুল আউয়াল বভিএিম, পভিএিমএস।

গতকাল বৃহস্পতবিার লালমনরিহাট জলোর ৩৪ আনসার ব্যাটালয়িান সদর দপ্তর থেকে যাত্রা শুরু হয়। বাংলাদশে আনসার-গ্রাম প্রতরিক্ষা বাহনিী সদর দপ্তর ওয়লেভয়োর ট্রাস্ট খলিগাঁও, ঢাকা উদ্যোগে এই বাসটি চালু করা হয়। বাসটি ৪২ সটি বশিষ্টি একটি বাস। রংপুর রঞ্জেরে ৩টি ব্যাটালয়িান, ৮টি জলোর আনসার ও ভিডিপি বাহিনীর র্কমর্কতা/র্কমচারীগণ ছুটি নাইট পাসরে যাত্রীগণ নরিাপত্তায় যাতায়াত করতি পারবিনে। বাসটি সপ্তাহরে প্রতি বৃহস্পতবিার অপরাহ্নে ঢাকা গমন ও পরর্বতী ঢাকা থেকে শনবিার রংপুর প্রত্যর্বতন করবিনে। বাস শুভ উদ্বোধনকালে রঞ্জে উপমহাপরচিালক মোহাম্মদ আবদুল আউয়াল দরবারে বলনে আনসার গ্রাম প্রতরিক্ষা বাহনিী র্কমর্কতা/র্কমচারীদরে নরিাপত্তা রংপুর টু ঢাকা যাতায়াতরে সুযোগ করে দওেয়ায় এই মহৎ উদ্যোগরে জন্য বাহনিীর মহাপরচিালককে আন্তরকিভাবে ধন্যবাদ জ্ঞাপন করনে। বাস শুভ উদ্বোধনকালে উপস্থতি ছলিনে লালমনরিহাট ৩৪ আনসার ব্যাটলয়িানরে পরচিালক মোঃ কামারুজ্জামান কুড়গ্রিাম আনসার-ভিডিপি জলো কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসনে রংপুর জলো কমান্ড্যান্ট রাশদেুল ইসলাম লালমনরিহাট জলো কমান্ড্যান্ট মোঃ শহদিুল ইসলাম র্কমর্কতা/র্কমচারী ব্যটালয়িান আনসার, সাধারণ আনসার, ভডিপি সদস্য/সদস্যা এ সময় উপস্থতি ছলিনে।