রংপুর প্রতিনিধি:
রংপুর -৩ আসনের( মহানগর ও সদর) উন্নয়নের রূপকল্প সমৃদ্ধ রংপুর বিনির্মাণে ঘোষিত ১৯ দফা নিয়ে সুধীজনদের ভাবনা শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এই পরামর্শ সভার আয়োজন করেন রংপুর মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐকের আহ্বায়ক সামসুজ্জামান সামু।
গতকাল বৃহস্পতিবার রংপুর চেম্বার ভবনে এই
পরামর্শ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের আহত-শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
নিরবতা পালন করা হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, আমার সমৃদ্ধ রংপুর উন্নয়ন রূপকল্প কোনো দলীয় এজেন্ডা নয়, এটি রংপুরের মানুষের প্রাণের দাবি। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে আমরা ঐক্যবদ্ধভাবে রংপুর-৩ আসনে বৈষম্যমুক্ত, শিল্প-সমৃদ্ধ, শিক্ষা-কর্মসংস্থান নির্ভর ও মানবিক একটি জনপদ প্রতিষ্ঠা করতে পারব। সভায় উপস্থিত সকলে হাততালি দিয়ে তার এই প্রতিজ্ঞাকে সমর্থন জানান, নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ আসনে একটি শক্তিশালী জনমত তৈরির ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, রংপুর-৩ আসনে বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে, তা পর্যাপ্ত নয়। এ অঞ্চলের উন্নয়নকে টেকসই করতে হলে মানুষের জীবনমানের পরিবর্তন আনতে হবে। এসময় তিনি তাঁর ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্প থেকে রংপুরের উন্নয়নে ১৯ দফা প্রস্তাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন ও আব্দুস সালাম।
পরামর্শ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাহেদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: ইউসুফ, এলজিআরডি মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা শরীফ আব্দুল হালিম, শুকুরেরহাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজার রহমান, জিয়া পরিষদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. রোকনুজ্জামান রোকন,সুশাসনের জন্য সুজন মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু সাইম মো: মিজানুর রহমান, কৃষিবিদ ডা. স্বপন চন্দ্র বর্মন,রাধাকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মকবুল হোসেন, রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন সরকার, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু,পরিবেশবিদ রসিদুস সুলতান বাবলু,ইনসাফ এনজিও চেয়ারম্যান নজরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক জাহাঙ্গীর কবির পলাশ, সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, ফিরোজ আলী, ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ, সমাজকর্মী রাজ্জাকুল ইসলাম, চাকুরীজীবি মনজুর হোসেন খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জামিল খান, আশফাকুল বসুনিয়া আজাদ, আবেদ আলী, রংপুর জেলা ক্লিনিক ও হসপিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি রাজ্জাকুল ইসলাম লাভলু, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসএম আশিফুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন,৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু,কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ সহ চিকিৎসক, কৃষিবিদ, শিক্ষক, সমাজকর্মী ও সুধীজনরা। বক্তারা রংপুর মহানগরী ও সদর এলাকার উন্নয়নে নানা পরামর্শ মূলক প্রস্তাবনা তুলে ধরেন। এরপর তিনি রাতে নগরীর কেরানীহাট, নাজিরহাট, ডুগডুগীরহাট, চাদেরহাটসহ বিভিন্ন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন।

 
                
আরও পড়ুন
সারিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও ভিডিপির পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ
শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে “পাঠক কর্নার” স্থাপন
‘জয়পুরহাটে গবেষণা, উদ্ভাবন ও অংশীদারিত্বে টেকসই খনিজ শিল্প’ বিষয়ক অংশীজন সেমিনার অনুষ্ঠিত