রংপুর ব্যুরো:
কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা, উদ্ভাবনী শক্তি বিকশিত ও উৎসাহিত করণের লক্ষ্যে অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ইকনোমিক ট্রান্সফরমেশন প্রকল্পের উদ্যোগে “স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫” রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট(রপই) অনুষ্ঠিত হয় । গতকাল শনিবার রপই এ দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ফাতেমা জাহান, বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল),প্রকৌশলী মোঃ রেজাউল হক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক,খন্দকার মোঃ নাহিদ হাসান, এতে সভাপতিত্ব করেন রপই অধ্যক্ষ আবু হামেদ মো: জাকারিয়া শাহীদ।
এতে উপস্থিত ছিলেন সকল স্তরের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-কর্মচারি ও প্রযুক্তি মনস্কদের পদচারনায় উৎসবমূখর পরিবেশে স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে ।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত