রংপুর ব্যুরো: রংপুর জেলা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ৯১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন এবং ০৫ বোতল ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে। এদিকে র্যাব এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৭জানুয়ারী রাত সাড়ে ১১ টায় রংপুর জেলা ডিবি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রংপুর জেলার কোতয়ালি সদর থানাধীন ১নং মমিনপুর ইউপি’র অন্তর্গত ০১নং ওয়ার্ড মহেশপুর বালাপাড়া গ্রামের জনৈক মোঃ হাসেন আলী’র বাড়ির সামনে রাস্তার ধারে পানির পাম্প ঘরের ভিতর মহেশপুর বালাপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩৩) এর পরিহিত ঘিয়া রংয়ের জ্যাকেটের বাম পকেটের ভিতর সাদা রংয়ের কৌটায় রক্ষিত অবস্থায় সাদা রংয়ের বায়ুরোধক জিপার পলিপ্যাকে কমলা রংয়ের ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং গঙ্গাচড়া থানার খলেয়া এলাকার বাবুলের ছেলে মোঃ নুর আমিন (৩০) এর পরিহিত কালো ফুল প্যান্টের ডান পাশের মোবাইল পকেটে সাদা রংয়ের জিপার পলিপ্যাকে রক্ষিত কমলা রংয়ের ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোট ৯১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে অভিযুক্তদ্বয়কে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলা দায়ের করেন। এ সংক্রান্তে কোতোয়ালি রংপুর সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।
একইদিন বিকাল ৪টায় রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান এর দিক নির্দেশনায় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গঙ্গাচড়া থানাধীন ৮নং মর্নেয়া ইউপির নরসিংহ মধ্যপাড়া গ্রামের হরিণচড়া হতে মোতলেবের মোড়গামী রাস্তায় জনৈক মোঃ ফেরদৌসের মুদি দোকানের উত্তর পাশে রাস্তার উপর পায়ে হেঁটে আসা নরসিং হাজীপাড়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে মোঃ নুরুজ্জামান (৪০) এর হেফাজত হতে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে আটক করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।এদিকে র্যাব এর যৌথ অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চাঞ্চল্যকর অপহরণ পূর্বক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার হয়েছে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট কালীগঞ্জ থানার চন্দ্রপুর এলাকার মমিন আলীর ছেলে মোঃ সোহাগ মিয়া (২৫) তার সহযোগী অজ্ঞাতনামা ০২ জনসহ গত ৬ অক্টোবর/২৪ইং তারিখ সকালে ভিকটিমকে তার চাচা মোঃ খয়বার রহমান (৩০) এর বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে অপহরণ করিয়া নিজস্ব মাছের প্রজেক্টের টিনের ঘরে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমকে তার বাবার বসতবাড়ীর সামনে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে আশপাশ হতে এলাকার লোকজন আসিয়া ভিকটিমকে ডাক্তার কর্তৃক প্রাথমিক চিকিৎসা করায় এবং ভিকটিম প্রাথমিকভাবে সুস্থ হলে লালমনিরহাট জেলার কালীগজ্ঞ থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এরইপ্রেক্ষিতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামী গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ৭জানুয়ারী দুপুরে সিপিসি-২, নীলফামারী, র্যাব-১৩ এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকা হতে আসামী মোঃ সোহাগ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ