রংপুর ব্যুরো:
রংপুর রেঞ্জের বিভিন্ন জেলা ও পৌর শহরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল । মঙ্গলবার বিকেলে তিনি শহরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস, সহকারী পরিচালক মোঃ ফারুক হেসেন, সার্কেল অ্যাডজুটেন্ট মোঃ সাইদুল ইসলাম এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত।
উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, ম-প কমিটির নেতাদের কাছে জানতে চান, পূজা উপলক্ষে কোনো সমস্যা বা আইনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা আছে কিনা। জবাবে নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও সম্প্রীতি আনন্দ উল্লাস পরিবেশেই এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা হচ্ছে সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। সবাই মিলেমিশে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করলেই প্রকৃত অর্থে এর সার্থকতা আসবে।”
রংপুর রেঞ্জে এ বছর ৮ জেলায় মোট ৫ হাজার ৩৪৩টি পূজাম-পে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব ম-পে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন ৪৬ হাজার ৬৯৮ জন আনসার ভিডিপি সদস্য। সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য জরুরি মুহূর্তে ব্যাটালিয়ন আনসার সদস্যগণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, দায়িত্বশীলতার সঙ্গে ডিউটি পালনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে