April 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 26th, 2025, 12:35 pm

রংপুর বড়দরগা হাইওয়ে থানা ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার

রংপুর ব্যুরো: রংপুর রিজিয়নের বড় দরগা হাইওয়ে থানা পুলিশ ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার করেছে ।শুক্রবার রাত্রি অনুমান ২৩: ৪৫ ঘটিকার সময় বগুড়া টু রংপুর গামী মহাসড়কের পীরগঞ্জ থানাধীন বিশমাইল নামক যায়গায় বিশমাইল জামে মসজিদের বিপরীতে বগুড়া মূখী লেনে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের রাত্রীকালিন ডিউটিরত এসআই/নিঃ মোঃ শামিদুল্যাহ সরকার সঙ্গীয় অফিসার ফোর্স  কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী নবির পরিবহন যাহার রেজি নম্বর – ঢাকা মেট্রো -ব -১৫-৯২৭৬  কে থামানোর সিগন্যাল দেয় এবং  বাসটি থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি করে ।
তল্লাশি কালে লকারে রাখা একটি মোটা কাপড়ের হ্যান্ডেল যুক্ত ব্যাগের ভেতরে রক্ষিত অবস্থায় ৩০ (ত্রিশ) বোতল মাদক দ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক সুপারভাইজার ও হেলপার এর সহায়তায় আসামীকে সনাক্ত পূর্বক আটক করিয়া  উদ্ধারকৃত মাদক দ্রব্য ফেনসিডিল জব্দ তালিকা মূলে জব্দ করে । অত:পর গ্রেফতারকৃত আসামীসহ উদ্ধারকৃত আলামত থানায় নেওয়া হয়। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। গ্রেফতারকৃত আসামীর নাম রনি মিয়া ওরফে আরাফাত বয়স (৩০)। প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় বেশ কিছুদিন যাবৎ সে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য  কিনে পাচার করছিল। লোকে যেন তাকে বুঝতে না পারে অথবা সন্দেহ না করে  সেজন্য সে পাঞ্জাবি টুপি পরিধান করে এই কাজ করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন মহাসড়কে মাদক কারবারিদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের তল্াশি অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি জনগণকে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার আহবান জানান।