July 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 1st, 2025, 8:05 pm

রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব উদ্বোধন

রংপুর ব্যুরো:

রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালু হলো মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি। এই ল্যাবের মাধ্যমে এখন থেকে খাদ্য, প্রসাধনী, পানি ইত্যাদি পণ্যে ক্ষতিকর জীবাণু পরীক্ষার সুবিধা মিলবে রংপুরেই।

বিশেষায়িত এই ল্যাবে কালচার, মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণসহ বিভিন্ন পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবী শনাক্ত করা সম্ভব। এতে খাদ্য ও প্রসাধনী পণ্যে জীবাণুর উপস্থিতি যাচাই করে সেগুলোর মান ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে। সালমোনেলা, ই. কোলাই, শিগেলা, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, সিউডোমোনাস এরুগিনোসা, ক্যান্ডিডা অ্যালবিকানসসহ গুরুত্বপূর্ণ জীবাণু শনাক্তে সক্ষম এই ল্যাব।

এছাড়াও, টোটাল প্লেট কাউন্ট (TPC), টোটাল ভাইয়াবল কাউন্ট (TVC), ঈস্ট ও মোল্ড কাউন্ট, টোটাল কলিফর্ম ও ফেকাল কলিফর্ম কাউন্টের পরীক্ষাও এখন থেকে রংপুরেই করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অফিস প্রধান প্রকৌশলী মুবিন-উল-ইসলাম, উপপরিচালক (পদার্থ), বলেন, “ল্যাবটি চালুর ফলে রংপুর অঞ্চলের স্টেকহোল্ডারদের আর ঢাকায় বা রাজশাহীতে নমুনা পাঠাতে হবে না। এতে সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে এবং সেবার গতি ও মান বাড়বে।”

তিনি আরও জানান, বিএসটিআই’র নির্দেশনা অনুযায়ী নিরাপদ, মানসম্পন্ন এবং জীবাণুমুক্ত পণ্য উৎপাদনে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।