নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুর মহানগরীতে বিনামূল্যে শিশুদের সুন্নতে খাতনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুর মহানগরীর ২৩নং ওয়ার্ড কমিটির আয়োজনে সাবেক কমিশনার মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিন (ছোট) এর স্মরণে ৬ষ্ঠ বারের মতো বিনামূল্যে সুন্নতে খাতনা অনুষ্ঠিত হয়।
এ সময় অত্র ওয়ার্ডের প্রায় ৬০জন শিশুর সুন্নতে খাতনা দেয়া হয়। মহানগরীর ২৩নং ওয়ার্ডের মারুয়াপট্টিস্থ পশ্চিম জুম্মাপাড়া স্পোটিং ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত সুন্নতে খাতনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুর মহানগরীর ২৩নং ওয়ার্ড কমিটির আহবায়ক ও কাউন্সিলর প্রার্থী লিটন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত খাতনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর হাসনা বানু ও রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক আলহাজ্ব নজরুল মুন্সি মল্লিক।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পারভীন আখতার, রিক্তা বেগম, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ফিরোজ আলম, সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুর মহানগরীর ২৩নং ওয়ার্ড কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাত।উল্লেখ্য, গত ৬ বছর যাবৎ লিটন পারভেজের ব্যাক্তিগত উদ্যোগে নগরীর ২৩নং ওয়ার্ডের কয়েক শত শিশুর সুন্নতে খাতনা দেয়া হয়। যা প্রতি বছরই অব্যাহত থাকবে।##
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২