November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 3rd, 2025, 6:11 pm

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান: সাজা ও পরোয়ানাভুক্ত মোট ৯ আসামী গ্রেফতার এবং নিখোঁজ উদ্ধার একজন

রংপুর ব্যুরো:

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বিভিন্ন থানায় নিয়মিত অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৮জন সাজা ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে আরপিএমপি  মিডিয়াসেল সংবাদ ম্ধ্যামকে  জানায়  রোববার বিকাল অনুমান ৩টা ৩০ মিনিটে কোতয়ালী থানা পুলিশ নিয়মিত অভিযানে সিআর সাজা-৮০৮/১০ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী মোঃ আনোয়ার হোসেন (পিতা-মৃত আশরাফ উদ্দিন, সাং-গনেশপুর দোলাপাড়া) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

এদিন হারাগাছ থানা পুলিশ নিখোঁজ সংক্রান্ত জিডি নং-৭৩ এর ভিত্তিতে অভিযান চালিয়ে নিখোঁজ মেয়ে নুশরাত জাহান নীড়কে পূর্ব পোদ্দারপাড়া এলাকা থেকে উদ্ধার করে পিতা মোঃ নুরুজ্জামানের জিম্মায় প্রদান করে।

০২ নভেম্বর রাতে পরশুরাম থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে মোট ০৪ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করে।রাত অনুমান ১২টা ৩০ মিনিটে খটখটিয়া পয়ধর এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামী শ্রী সুবাস চন্দ্র রায়; রাত অনুমান ২টা ৩০ মিনিটে শেখটারী মধ্যপাড়া এলাকা থেকে মোছাঃ বেগম এবং মোঃ আতাউর;৩ নভেম্বর অনুমান সকাল ৫টা ৩০ মিনিটে উত্তর কোবারু চিড়ার মিল সংলগ্ন এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ পিন্টু মিয়া— এ চারজনকে গ্রেফতার করা হয়।

মাহিগঞ্জ থানা পুলিশ একই তারিখে বিশেষ ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পৃথক দুটি ঘটনায় ০৪ জন আসামীকে গ্রেফতার করে।

রাত অনুমান ২টা ৩০ মিনিটে এমআর ৪৫৪/২৪ মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম ও মোঃ রশিদ মিয়া,এবং রাত অনুমান ৩টা নাগাদ এনজিআর ১২২/২৪ মামলার আসামী মোছাঃ শাহেরা খাতুন ও মোঃ মফিজল ইসলাম-কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সব থানায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম চলমান রয়েছে।