রংপুর ব্যুরো:
রংপুর র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তিসহ ০২ জন পাচারকারী গ্রেফতার।গতকাল মঙ্গলবার দুপুরের্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান চোরাকারবারীদের বিরুদ্ধে র্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায সোমবার দুপুরে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা থানাধীন ০২ নং ভেরবেড়ী ইউপির ০৭ নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল মাজেদ (৫০), পিতা- মৃত তছির উদ্দিন এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ধৃত আসামির বসতবাড়ী তল্লাশীকালে বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে রান্নাঘর হতে ৯.২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের ০১টি বিষ্ণুমূর্তি উদ্ধার করে । এসময় অভিযুক্ত আসামী- মোঃ আব্দুল মাজেদ (৫০), পিতা- মৃত তছির উদ্দিন, সাং- ভেরবেড়ী, ডাকঘর- তঙ্গুয়া, থানা- খানসামা এবং মোঃ আলী আজম (৬৫), পিতা- মৃত বরকত আলী শেখ, সাং- ভোগডোমা, থানা- বীরগঞ্জ, উভয় জেলা- দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম করতে হয়। তারা পরস্পর যোগসাজসে উক্ত মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চেষ্টা করছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
কুলাউড়ায় কোটি টাকা মূল্যের জাল টাকা, নকল পিস্তলসহ গ্রেপ্তার -১
সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, দল থেকে বহিষ্কার
রংপুরে জামায়াতে ইসলামী’র ১০ কিলোমিটারব্যাপী মানববন্ধন