রংপুর প্রতিনিধি:
রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, আপনারা সকলেই জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছে। এবারের নির্বাচনে জনগণ আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে রংপুর সিটি কর্পোরেশন ও সদর উপজেলার সবার সুখে-দুঃখের সাথি হিসেবে কাজ করব। উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে রুখে দাড়াবো। উন্নয়ন বঞ্চিত রংপুরকে এগিয়ে নিয়ে যাবো। আমার জীবনের একটাই লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সেবা করা, জনগণের পাশে থাকা। তিনি বলেন, রংপুর সদর ও সিটি কর্পোরেশন এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত, বঞ্চিত। একটি দল রংপুরকে নিয়ে খেলেছে। তারা রাজনীতির নামে রংপুরবাসীকে শাসন-শোষন করেছে। এবার তাদের জবাব দেয়ার সময় এসেছে। আশাকরি রংপুরবাসী সেই সুযোগ হাতছাড়া করবে না। তারা উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে, রংপুরের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করবে। এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। গতকাল সোমবার বিকেলে নগরীর ৩০ নং ওয়ার্ডের দখিগঞ্জ, তুঁতফার্ম, পশ্চিম খাসবাগ, তিনমাথা মোড়, খাসবাগ, রেলগেট ও সাতমাথা বাজার এলাকায় গণসংযোগ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নগরীর ২৬ নং ওয়ার্ড, ৩৩ নং ওয়ার্ড ও নগরীর শাপলা চত্বর এলাকায় ট্রাক শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ করেন। এসময় রংপুর সদর-৩ আসন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন,রেজাউল ইসলাম লাবলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, শাহিনুল ইসলাম শাহীন, ৩০ নং ওয়ার্ড সভাপতি খাইরুল আলম,২৬ নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২১ নং ওয়ার্ড সভাপতি শরীফ লাবলু লেবু, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু, ২৩ নং ওয়ার্ড সভাপতি ফজলার রহমান, ২৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্ট, সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম চঞ্চল, হারুনুর রশিদ সোহেল সহ মহানগর বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কুলাউড়ায় ভারতীয় সিগারেট জব্দ
স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার মর্যাদা দিতে জানেনি: এ্যানি চৌধুরী
জাপানে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন (BLAJ) প্রতিষ্ঠিত: নাসিরনগরের কৃতিসন্তান সাইফুল সভাপতি নির্বাচিত