August 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 31st, 2025, 8:26 pm

রংপুর হাইওয়ে পুলিশের কৃতি সন্তনদের সংবর্ধনা

রংপুর ব্যুরো:

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ পুলিশ সদস্যদের সন্তনদের জন্য জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গতকাল বুধবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নে  কর্মরত হাইওয়ে পুলিশের ১৫ জন  কৃতি সন্তান বৃন্দ যারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং ফোরের অধিক পেয়েছে এবং তাদের অভিভাবকগণ । এবছর ১০ জন কৃতি শিক্ষার্থী এ প্লাস এবং বাকি পাঁচজন এ গ্রেড পেয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের মেধাবী  সন্তান এবং তাদের অভিভাবক তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং এই ধরনের একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন এর জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীগণ তাদের ভবিষ্যৎ জীবন আলোকময় করার জন্য সকলের কাছে দেয়া চেয়েছেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম কৃতি  শিক্ষার্থীদের প্রথমেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। অভিনন্দন জানান তাদের গর্বিত পিতা-মাতাকে যাদের প্রচেষ্টায় আমাদের সন্তানরা সাফল্য লাভ করেছে। সভাপিিতর বক্তব্য পুলিশ সুপার বলেন বাংলাদেশে এখন সবচেয়ে অভাব হচ্ছে ভালো মানুষের। আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, পেশাজীবী রয়েছে, বিভিন্ন সরকারি অফিসাররা রয়েছেন, কিন্তু সব ক্ষেত্রেই ভালো মানুষের বেশ অভাব রয়েছে । তাই তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি নিজেকে  একজন ভালো এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আহ্বান জানান। সবশেষে তিনি বলেন জীবনের পথ চলা সবে তো শুরু হয়েছে,  এখনো তাদের অনেক দূর যেতে হবে।  তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।##

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ