রংপুর ব্যুরো:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন শৃঙ্খলায় দক্ষ মানব সম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি ও আতœ কর্মসংস্থান সৃষ্টির যুগোপযোগী প্রশিক্ষণ কর্ম সংস্থান সৃষ্টির মহাদিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল সোমবার দুপুরে রংপুর নগরী মাহিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী ১৩৬জন তরুণ শিক্ষিত উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৪র্থ ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপমহাপরিচালক আরও বলেন আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আতœকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যানে সমাজের উন্নয়নে আনসার-ভিডিপি সদস্যদের কাজ করতে হবে। গ্রাম অঞ্চলে অসামাজিক কার্যকলাপ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, দলগতভাবে প্ররিরোধে কাজ করতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। মেধাশ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার-ভিডিপি বাহিনীকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন। সু-শৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসাবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যদাসীন ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করতে বর্তমান বাহিনীর মহা পরিচালক মহাদয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দক্ষ মানব সম্পদ তৈরি, উদ্দ্যোক্তা তৈরি ও আতœকর্মসংস্থান সৃষ্টির মহাদিগন্ত উন্মোচন করার লক্ষে দেশব্যাপী কারিগড়ি, বৃত্তি মূলক ও আন্তকর্মসংস্থান সৃষ্টি মূলক বহু প্রশিক্ষণ ও কার্যক্রম হাতে নেওয়ায় রংপুর আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল এই যুগান্তাকারী প্রশিক্ষণ কোর্স কার্যক্রম চালু করায় বাহিনীর মহাপরিচালক কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে অবদান রাখার মিশন ও ভিশন নিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য তার বক্তবে প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করেন।
প্রশিক্ষণ কোর্স সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সাইদুল ইসলাম ও গংগাচড়া উপজেলা প্রশিক্ষক মোঃ রুহুল আমীন, মনিটরিং, মাঠকর্মী, গণসংযোগ সহকারী, ব্যাটালিয়ান আনসার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। প্রশিক্ষণার্থিদের মধ্য থেকে বক্তব্য রাখেন।
মোঃ তামিম আহমেদ এই ১৪দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণটি আনসার সদস্যদের শৃঙ্খলা পরায়ন, দেশপ্রমিক এবং আতœনির্ভরশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রাহকারীরা সর্ট গানের ৬রাউন্ড করে গুলিছোড়ার অনুশীলন করেন। পাশাপাশি শারীরিক সক্ষমতা, কৌশলগত অনুশীলন শৃঙ্খলা মূলক কর্মকান্ডের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা হয়। ৪জন শ্রেষ্ঠ প্রশিক্ষাণার্থীদের ক্রেস্ট ও সকল প্রশিক্ষাণার্থীদের প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।#

আরও পড়ুন
আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
বিদ্যুতের ঘাটতি কমাতে কালীগঞ্জে নির্মিত হচ্ছে ইনডোর পাওয়ার গ্রিড
সারিয়াকান্দিতে যমুনায় তীব্র ভাঙ্গন,কৃষি জমি হারিয়ে দিশেহারা কৃষকেরা