Wednesday, December 24th, 2025, 7:01 pm

রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

0-4608x3466-0-0#

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে গঙ্গাচড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আহসান হাবিবের কাছ থেকে রায়হান সিরাজীর পক্ষে রংপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, পরশুরাম থানা আমির এডভোকেট মাহাবুব আলম, গঙ্গাচড়া উপজেলা নায়েবে আমির মোঃ তাজ উদ্দিন, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি  আব্দুর রাজ্জাক, সেক্রেটারি অধ্যক্ষ রোকনুজ্জামান, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক  আশরাফুল আলম, রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বেলাল আবেদীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, বড়বিল ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হুদা, রংপুর জেলা শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে অধ্যক্ষ আব্দুল গনি বলেন, রংপর-১ আসনের মাটি পূর্ব থেকেই জামায়াত ইসলামের জন্য উর্বর। এ ময়দানে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ এ আসনে এবার দাঁড়িপাল্লা প্রতীক বিজয় লাভ করবে। উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান বলেন, আমরা ময়দানে কাজ করতে গিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। এই অঞ্চলের মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জননেতা রায়হান সিরাজী কে বিজয়ী করবে ইনশাআল্লাহ।