December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 10th, 2025, 7:53 pm

রংপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থীর গণসংযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রংপুর-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মোঃ মমিনুর রহমান (রিক্সা মার্কায়) গণসংযোগ ও প্রচারণা মিছিল করেন। তিনি সোমবার সকাল থেকে

রংপুর-১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময় করে

রিক্সা মার্কায় ভোট প্রার্থনা করেন।

তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পর্যায়ক্রমে রংপুর ১ আসনের প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামে গণসংযোগ অব্যাহত থাকবে।গণসংযোগ কালে ভোটারদেরকে তিনি নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বেকারত্ব দূরীকরণসহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এসময় বাংলাদেশ খেলাফতে মজলিস এর জেলা সভাপতি মুফতি নুর আলম সিদ্দিকী, গঙ্গাচড়া উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহসভাপতি মুফতি আলামিন,সহ-সাধারণ সম্পাদক মাওলানা মানিক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।