রংপুর ব্যুরো:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর ব্যাপক প্রচার প্রচারণা লক্ষ্য করা গেছে শহর, গ্রামগঞ্জে। এতে জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সবখানেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রচারণায় মাঠে নেমে পড়েছে। বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ, দোয়া মাহফিল ও সেন্টার কমিটি গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গতকাল রোববার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকা থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে গণসংযোগ করেছেন রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু। তিনি শাপলা চত্বর থেকে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সালেক পাম্প পর্যন্ত গণসংযোগ করেন। এরপর তিনি রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় রংপুর মহানগর বিএনপি সদস্য রেজাউল ইসলাম লাবলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন,জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস্, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি বাবু, জেলা কৃষক দল সদস্য সচিব দিল মেরাজুল দুলু, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, অরুপ রাজ, ২৩ নং ওয়ার্ড রংপুর সদর উপজেলা, মমিনপুর ও খলেয়া ইউনিয়ন বিএনপি এবং সংগঠনের বিভিন্ন স্থানে নেতাকর্মী এবং বিপুল পরিমাণ সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রংপুরে ৩ মাসে ১৩ খুন, ধর্ষণ ৩৭,৮৯৯টি অপরাধ সংগঠিত
হালুয়াঘাটে এক মঞ্চে সব প্রার্থী; নির্বাচনকে অর্থবহ করতে অঙ্গীকার
ব্র্যাকের আয়োজনে পীরগঞ্জ কছিমন নেছা স্কুল মাঠে ‘খেলার জগৎ’ অনুষ্ঠিত