September 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 7th, 2025, 7:18 pm

রংপুর-৩ আসনে ফেরানোর দাবিতে ৯নং ওয়ার্ড বাসীর মানববন্ধন

oplus_8388608

রংপুর ব্যুরো:
রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনের পুনঃনির্ধারিত সীমানা বাতিল করে সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে ফেরানোর দাবিতে গতকাল রোববার রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটি উদ্দেগে নগরী কাচারি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎রংপুর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর-৩ সংসদীয় আসন রক্ষা কমিটি আহবায়ক মাহমুদুল হাসান মাসুম সদস্য সচিব আলমগীর কবির শাহিন, কবি ও গবেষক নুর হাবিব স্বপন, আব্দুর রহিম বাবলু,মোঃ মাইদুল ইসলাম, মাহমুদুল হাসান নোমান, প্রমুখ।
‎সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী তার বক্তব্যে বলেন, “৯নং ওয়ার্ড ঐতিহাসিকভাবেই রংপুর-৩ আসনের অন্তর্ভুক্ত। হঠাৎ করে এটি রংপুর-১ আসনে যুক্ত করা হয়েছে, যা জনগণের মতামতের পরিপন্থী। আমরা মনে করি, এ সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের দাবি— অবিলম্বে এ গেজেট বাতিল করে ৯নং ওয়ার্ডকে পুনরায় রংপুর-৩ আসনে ফিরিয়ে আনা হোক। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
মানবন্ধন শেষে রংপুরের জেলা প্রশাসক ও রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার এর মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।
‎উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন।