November 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 18th, 2025, 7:22 pm

রংপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুর পক্ষে ধানের শীষের প্রচার মিছিল

রংপুর ব্যুরো:

বিএনপির কেন্দ্রীয়  মনোনীত  রংপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর পক্ষে ধানের শীষের বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় রংপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর সুরভী উদ্যান, পুলিশ লাইন মোড়, টাউন হল মোড়, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর,জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বর ঘুরে গ্রান্ড হোটেল মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মী, সমর্থক ও জনগণ স্লোগানে স্লোগানের মুখরিত করে রাখে রংপুরের রাজপথ। তারা স্লোগান দেন শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ধানের শীষ, বেগম জিয়া, তারেক রহমান, রংপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু ভাই, দুর্দীনের সামু ভাই, সংসদে তোমায় চাই, যোগ্য প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা, যোগ্য দেখে পক্ষ নিন সামু ভাইকে ভোট দিন। তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত,  রংপুর সদর-৩ আসনে এমপি পদে সামু ভাই চুড়ান্ত। উন্নয়নের মার্কা, ধানের শীষ মার্কা,  জেগেছেরে জেগেছে রংপুরবাসী জেগেছে।  দলমত নির্বিশেষে সবার প্রিয় সামু ভাই। সংসদে তোমায় চাই। নগর-সদরবাসী একজোট সামু ভাইকে দিবে ভোট। ধানের শীষে ভোট মারো, বিএনপির মনোনীত প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা, গরিব-দুঃখী সর্বস্তরের মানুষের বন্ধু সামু ভাই, সংসদে তোমায় চাই,  রংপুরবাসী আর করবে না ভুল, এবার দিবে সামুর ভাইকে ভোট।  সামু ভাইকে ভোট দিন বৈষম্যমুক্ত রংপুর গড়ে তুলুন ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে রংপুরের রাজপথ। এসময় রংপুর মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সর্বস্থরের কয়েক হাজার হাজার জনগণ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মী, সমর্থকরা ধানের শীষের প্রচার মিছিলে  অংশ নেয়। মিছিলটি রংপুর নগরী প্রদক্ষিনকালে  রাস্তার দুই ধারে পথচারী, ব্যবসায়ী রিক্সা চালক, অটোচালক, শ্রমিকসহ রংপুরের  সর্বস্তরের  জনগণ হাত নেড়ে শুভেচ্ছা জানান। কোথাও কোথাও ধানের শীষের মিছিলটি,  সামু ভাইয়ের মিছিলটি দেখতে উতসুক জনতার ভিড় দেখা গেছে। এই মিছিলের মাধ্যমে  রংপুর মহানগর, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ, দল মনোনীত প্রার্থীর পক্ষে রয়েছে বলে  অনেকেই মনে করছেন। রংপুর সদর -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী প্রচার মিছিলকে ঘিরে রংপুরের ভোটের  রাজনীতিতে নতুন মোড় দিবে বলে অনেকেই প্রত্যাশা করেন।