November 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 16th, 2025, 7:42 pm

রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মতবিনিময়

রংপুর ব্যুরো :

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রংপুরের সাবেক এসপি বিপ্লব কুমারকে পালাতে সহায়তার অভিযোগ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণাকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করেছেন রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।

গতকাল রবিবার সকালে রংপুরের একটি স্থানীয় সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ উত্থাপন করেন। সামু বলেন, “আমি কখনো কোন অবৈধ কর্মকাণ্ডে যুক্ত নই। যারা আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারা বিএনপির কেউ হতে পারে না। এর পিছনে একটি গুপ্ত সংগঠন কাজ করছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের বানোয়াট প্রচারণা করে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে কেউ রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না। আগামী দিনে রংপুরবাসী সত্যকে জয়ী করবে এবং বিএনপি বিজয় অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।”সামু অভিযোগ করে বলেন, তার পরিচ্ছন্ন রাজনৈতিক অবস্থান এবং গণমুখী কার্যক্রম কিছু গোষ্ঠীর চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে বলেই এই অপপ্রচারের জন্ম হয়েছে। তিনি দাবি করেন, “গোয়েন্দা সংস্থার অজানা কোনো বিষয় নেই। আমি কারও আশ্রয়-প্রশ্রয় দিইনি। আমাকে ঘিরে যে গল্প সাজানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মকবুল হোসেনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।সামসুজ্জামান সামু আশা প্রকাশ করে বলেন, “রংপুরে উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে বিএনপি আবারও জনগণের সঙ্গে থাকবে।