নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মাঝে ২১ কোটি ২৩ লাখ ১০ হাজার ৯৮৬ টাকার চেক বিতরণ করা হয়। বুধবার দুপুর ২ টায় রংপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর দুই উপজেলার মোট ১২৫ জন ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের মাঝে চেক প্রদান করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় রংপুর জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পীরগঞ্জ ও মিঠাপুকুর দুই উপজেলার মোট ১২৫ জন জমি মালিকদের মাঝে এই চেক বিতরণ করা হয়। সকলে প্রতি সরকারের এই উন্নয়নমূখী পদক্ষেপ চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের আতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) এডাব্লিউএম রায়হান শাহ, রংপুর জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা আমিনুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহম্মদ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।##
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ