জাতীয় পার্টির দশম কাউন্সিলের ডাক দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এতে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে।
শুক্রবার (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, শনিবারের জাতীয় পার্টির সম্মেলন হবে ঐতিহাসিক। এই সম্মেলনের মধ্য দিয়ে পার্টির মধ্যে দীর্ঘদিনের যে বিভেদ রয়েছে, তা শেষ করে দিয়ে বৃহত্তর ঐক্য করে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টির নবযাত্রা শুরু হবে। এই কাউন্সিলে, সারা দেশ থেকে জাতীয় পার্টির কয়েক হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন।
তিনি আরও বলেন, অনেকে বলছেন, এই পার্টি আলাদা হচ্ছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আগামীকাল সম্মেলন হবে, পল্লীবন্ধু এরশাদের হাতেগড়া জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল। যার নির্বাচন কমিশনে নিবন্ধন নাম্বার ১২। আমরা আদালতের আদেশ ও গঠনতন্ত্র মোতাবেক এই কাউন্সিল আয়োজন করেছি। নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি এবং কাউন্সিলে তাদের প্রতিনিধি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির কো-সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভুইয়া, আরিফুর রহমান খান, সাবেক সংসদ অধ্যাপক নূরুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, চেয়ারম্যানের উপদেষ্টা সরদার শাহজাহান, খান মো. ইসরাফিল খোকন, ইয়াকুব হোসেন প্রমুখ।
এদিকে আরেক সংবাদ সম্মেলনে জিএম কাদের ঘোষিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, চেয়ারম্যান দায়িত্ব না দিলে অন্য কোন পন্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।
অন্যদিকে রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে বাবলাসহ ৩ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, শফিকুল ইসলাম সেন্টু ও অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এরশাদপত্নী রওশনের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত সাংগঠনিক ক্ষমতাবলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেন বলে জানানো হয়। এতে বলা হয়, এই আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
নির্বাচন আমাদের কাছে ব্যালটের যুদ্ধ : ড. শফিকুল
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা যুক্তরাষ্ট্রের
নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে: শামীম