নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে বিরোধীদলীয় নেতার চিকিৎসা চলছে। তার আরোগ্য কামনায় পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হতে পারে, সতর্ক করল বিএনপি
জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক
ইমামের পাশে উপদেষ্টা আসিফের নামাজ আদায়, জানা গেল কারণ