January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 26th, 2022, 9:04 pm

রওশন ভালো আছেন, দেশে ফিরছেন সোমবার: জিএম কাদের

চিকিৎসার জন্য প্রায় সাড়ে সাত মাস অবস্থানের পর সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

রবিবার দুপুর ১২টা ১০ মিনিটে থাইল্যান্ড থেকে দেশে ফিরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, সোমবার রওশন এরশাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এখন ভালো আছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, রওশন এরাশাদের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে।

রওশনকে স্বাগত জানাতে দুপুর ১২টার মধ্যে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

এর আগে বৃহস্পতিবার রওশনকে দেখতে থাইল্যান্ড যান জিএম কাদের।

যোগাযোগ করা হলে রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি জানান, তার মা এখন ভালো আছেন, তবে খুব দুর্বল।

তিনি বলেন, ‘তার পায়ে সমস্যা আছে এবং এখনও ঠিকমতো হাঁটতে পারে না। শক্তি ফিরে পেতে সময় লাগতে পারে। ওনার আরও ফিজিওথেরাপি দরকার।’

সাদ জানান, আগামী ৫ জুলাই রওশন ফলোআপ চিকিৎসার জন্য ব্যাংককে যাবেন।

এর আগে গত বছরের ৫ নভেম্বর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রওশনকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি বুমরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার আগে রওশন এরশাদ (৭৮) বার্ধক্যজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

—ইউএনবি