অনলাইন ডেস্ক :
১৫ আগস্ট ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত শনিবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং বলিউড তারকা অনুপম খের। এসময় পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় এই দুই বর্ষীয়ান অভিনেতাকে। সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করে অনুপম লিখেছেন, ‘আমার বন্ধু রজনীকান্তের মতো আর কেউ নেই। থাকবেও না। কখনও ছিল না। জয় হো, আজাদি কা অমৃত মহোৎসব।’ ছবিতে দেখা গেছে রজনীকান্তকে এক হাতে জড়িয়ে রয়েছেন অনুপম। দু’জনের মুখে অনাবিল হাসি। দু’জনেরই পরনে কুর্তা পাজামা। ইতোমধ্যেই রাষ্ট্রপতি ভবনের সামনে তোলা তাঁদের একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে। স্বাধীনতা দিবসের ৭৫তম বার্ষিকীর ৭৫ সপ্তাহ আগে অর্থাৎ ১২ মার্চ, ২০২১-এ শুরু হয়েছিল ‘আজাদি কা অমৃত মহোৎসব’নামক এই অনুষ্ঠান। অনুপমকে শেষ দেখা গিয়েছিল বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’এ। তাঁর ঝুলিতে এখন প্রয়াত রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণের চরিত্র। মূলত কঙ্গনা রানাউতের ছবি আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’তে তিনি জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করছেন। যে ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। ছবিটির পরিচালক ও চিত্রনাট্যকারও কঙ্গনা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান