অনলাইন ডেস্ক :
প্রায় এক মাস আগে প্রকাশ পেয়েছিল টিজার। এরপর থেকে শুধু অপেক্ষা। অবশেষে ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ সিনেমার প্রথম গান ‘কেশরিয়া’। এই সিনেমায় প্রথমবারের মতো পর্দায় হাজির হয়েছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। রিয়েল লাইফের পর এবার রিল লাইফেও দেখা গেলো তাদের রসায়ন। গানটি মুক্তির পর মাত্র ৬ ঘণ্টায় ৭০ লাখ বার দেখা হয়েছে। ‘কেশারিয়া’ গানটি সুর করেছেন প্রীতম। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। হিন্দি ভাষায় এই গান গেয়েছেন অরিজিৎ সিং। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কানাড়া এবং মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই গান। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি তিনটি অংশে মুক্তি পাবে। এর প্রথম অংশ ‘শিবা’। আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমায় রণবীর-আলিয়া ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। এ ছাড়া অতিথি চরিত্রে থাকছেন ডিম্পল কাপাডিয়া ও শাহরুখ খান। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!