অনলাইন ডেস্ক :
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রনজি ট্রফি খেলতে যাচ্ছে ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। জানুয়ারির ১৩ তারিখ থেকে মহারাষ্ট্র এবং দিল্লির বিপক্ষে চেন্নাই দুটি রনজি ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনে। সেই দুটি ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে চেন্নাই। যাতে অর্জুনের পাশাপাশি সুযোগ পেয়েছেন সরফরাজ খান, যশস্বী জয়সোয়াল, শিবম দুবেরা। গত বছরও চেন্নাইয়ের সিনিয়র স্কোয়াডের অংশ ছিলেন শচীন-পুত্র। তবে মহামারির জন্য গত বছর রনজি আয়োজন করতে পারেনি বিসিসিআই। তবে এবার বোর্ডের পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচের আয়োজন করা হচ্ছে। এমনিতে সীমিত ওভারের ক্রিকেটে চেন্নাই সাম্প্রতিককালে একদমই ভালো খেলতে পারেনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। বিজয় হাজারে ট্রফিতেও গ্রুপ-বি এর তলানিতে থেকে ছিটকে গেছে। এবার চেন্নাই দলকে নেতৃত্ব দেবেন পৃথ্বী শ। এছাড়াও সিনিয়রদের মধ্যে থাকছেন আদিত্য তারে এবং ধবল কুলকার্নি। দলে জায়গা হয়নি সিদ্ধেশ লাদের। জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকতে পারেন সূর্যকুমার যাদব। সেই কারণে তাকেও রাখা হয়নি। চেন্নাইয়ের স্কোয়াড: পৃথ্বী শ, যশস্বী জয়সোয়াল, আকর্ষিত গোমেল, আরমান জাফর, সরফরাজ খান, শচীন যাদব, আদিত্য তারে, হার্দিক তামোরে, অর্জুন টেন্ডুলকার, শিবম দুবে, আমন খান, শামস মুলানি, তনুশ কোটিয়ান, প্রশান্ত সোলাঙ্কি, শশাঙ্ক আতারদে, ধবল কুলকার্নি, সিদ্ধার্থ রাউৎ, রয়স্টান দিয়াজ, মোহিত আওয়স্তি, প্রিন্স বাদিয়ানি।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম