October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 3:35 pm

রোববার থেকে মেট্রোরেলে চলাচলের সময় বাড়ছে এক ঘণ্টা, বাড়বে ট্রিপও

 

আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ও রাতে আধাঘণ্টা করে বাড়তি সময় ট্রেন চলবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এই উদ্যোগের ফলে যাত্রীসেবা আরও সহজ হবে এবং আগামী মাসের মাঝামাঝিতেই মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ট্রিপ বাড়লে ট্রেনের মধ্যবর্তী বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে।

ডিএমটিসিএলের সূত্রে জানা যায়, গত মাসেই সময় ও ট্রিপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে বাড়তি সময় ট্রেন চালানো হয়েছিল। পরে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিদিন এক ঘণ্টা অতিরিক্ত সময় মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। নতুন সূচি কার্যকর হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে সংস্থাটি।

নতুন সময়সূচি

উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে (আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট)।

সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে (আগে ছিল রাত ৯টা)।

মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল সকাল ৭টা ৩০ মিনিট)।

সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল রাত ৯টা ৪০ মিনিট)।

শুক্রবার বর্তমানে মেট্রোরেল বেলা ৩টায় চলাচল শুরু করে, নতুন সূচি অনুযায়ী তা শুরু হবে বেলা আড়াইটায়, এবং চলবে আধাঘণ্টা বেশি সময়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “পর্যায়ক্রমে মেট্রোরেল সেবা বাড়ানো হচ্ছে। এজন্য পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রথম ধাপে দিনে এক ঘণ্টা বাড়তি সময় ট্রেন চালানো হবে। ট্রিপ বাড়ানোর আগে আরও কিছুদিন পরীক্ষামূলক চলবে। আশা করছি, নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।”

বর্তমানে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক যাত্রী পরিবহন করছে। সময় ও ট্রিপ বাড়লে সেট সংখ্যা বাড়িয়ে ১৯ করা হবে।

এখন ব্যস্ত সময়ে (পিক আওয়ার) ট্রেন আসে প্রতি ৬ মিনিটে, কম ব্যস্ত সময়ে (অফ পিক আওয়ার) ৮ মিনিটে, আর খুব কম ব্যস্ত সময়ে (সুপার অফ পিক আওয়ার) ১০ মিনিটে। পরিকল্পনা অনুযায়ী আগামী মাস থেকে এই বিরতি যথাক্রমে ৪, ৬ ও ৮ মিনিটে নামিয়ে আনা হবে।

বর্তমানে প্রতিদিন মেট্রোরেল ২৩৮টি ট্রিপ সম্পন্ন করে। সময়ের ব্যবধান কমে গেলে ট্রিপ সংখ্যা আরও বাড়বে, ফলে যাত্রীদের অপেক্ষার সময়ও কমবে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। পরে তা ধাপে ধাপে মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়, আর বর্তমানে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।

নিয়মিত যাত্রী ও ট্রাভেল এজেন্সি কর্মকর্তা আরশাদুল হক বলেন, “যানজটে জর্জরিত ঢাকায় মেট্রোরেল এখন সবচেয়ে নির্ভরযোগ্য গণপরিবহন। সময় ও ট্রিপ বাড়ানো হলে এটি যাত্রীদের জন্য আরও বড় সুবিধা বয়ে আনবে।

এনএনবাংলা/