শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শাহজাদপুর স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহ। ৩ আগস্ট ২০২৫ রবিবার সকাল ১০ টায় শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ডে অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। শাহজাদপুর সচেতন নাগরিক , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শাহজাদপুর উপজেলা জামাত ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি প্রতিনিধিগণ ছাড়াও শাহজাদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা সামাজিক সংগঠন এতে অংশ নেয়। এসময় বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের কাছে জোড় দাবি জানান।
এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি’র অনুমোদন নিয়ে ক্রমাগত অবহেলা ও কালক্ষেপণে হতাশ ও ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। গত ২৪ জুলাই ২০২৫ তারিখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আলাদা দুটি সংবাদ সম্মেলনের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গত ২৬ জুলাই ২০২৫ তারিখ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের সকল কর্মসূচি বয়কট করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন পালন করে আসছে ।
আজ আন্দোলনের একাদশতম দিন। শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ তাদের শ্রেণিকক্ষের বাইরে এসে রোদ-বৃষ্টি উপেক্ষা করে সরকারের নিকট ক্রমাগত দাবি জানিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সরকারের তরফ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নেই, নিজস্ব ভবন নেই, নেই অপরাপর পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা। অথচ এটি সরকারের প্রতিষ্ঠান, সরকারের দায়িত্ব। কেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসের দাবিতে রাজপথে নামতে হবে।
এম. রওশন আলম
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
আরও পড়ুন
শাহরাস্তিতে ১৬ বছরের কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা আটক – ১
কল্যাণধর্মী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষক সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: অধ্যাপক মাহফুজুর রহমান
কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক-৩