December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 19th, 2023, 6:38 pm

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর হলেন ড. মো: ফখরুল ইসলাম

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো: ফখরুল ইসলাম।

১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী ড. মো: ফখরুল ইসলামকে প্রক্টর হিসেবে নিয়োগ দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।

এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব বরুণ চন্দ্র রায়কে। উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এবারই প্রথম বিশ্ববিদ্যালয়টি পেয়েছে পূর্ণ প্রক্টর।

নবনিযুক্ত প্রক্টর ড. ফখরুল ইসলাম তাঁর অনুভূতি জানিয়ে বলেন, আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারবো।

এ বিষয়ে রবি উপাচার্য প্রফেসর ড. শাহ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদসমূহ পূর্ণরূপ লাভ করছে। আমরা বলেছিলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর কর্মরত শিক্ষকগণই ক্রমান্বয়ে অধ্যাপক পদে বৃত হবেন, ইতোমধ্যে পদোন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।