অনলাইন ডেস্ক:
পবিত্র রমজান মাস। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অন্যতম মাস এটি একটি। রমজান মাস উপলক্ষে এবার আলোকসজ্জায় সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হল। শিক্ষার্থীদের উদ্যোগেই এই আয়োজন। বলা যায় এবার উৎসবের আমেজে রোজা পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীরা।
তারা বলছেন, গত ১৭ বছরে রমজানকে ঘিরে নানান পরিকল্পনা শিক্ষার্থীরা নিলেও ফ্যাসিবাদীরা ইসলামের যেকোনো আয়োজনকে বিভিন্ন ট্যাগ দিয়ে পণ্ড করেছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মন খুলেই ইসলামের ঐতিহ্য আয়োজন করতে পারছে। ইফতার মাহফিল, আলোকসজ্জার কাজ, নারীদের হলেও হচ্ছে আযান। এ যেনো অন্যরকম পরিবেশ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে।
সোমবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন, বিজয় ৭১, জিয়াউর রহমান, রোকেয়া হলসহ আশেপাশের প্রায় ৭টি হল ঘুরে দেখা যায় প্রতিটি হলের গেট এবং গেটের ভেতরে পবিত্র মাহে রমজানকে উপলক্ষে করা হয়েছে আলোকসজ্জা। গেটগুলোতে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।
এ আয়োজন নিয়ে কথা বলতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী জানান, গত বছর এবং এর আগে গণইফতার কর্মসূচি, সাজসজ্জার মতো আয়োজনকে মৌলবাদি, জঙ্গিসহ, শিবিরের কার্যক্রম বলে অবিহিত করে হামলা চালায় ছাত্রলীগ।
গত বছর রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের ইফতার কর্মসূচি করতে হয়েছিল। আজ আমরা শহীদদের রক্তের বিনিময়ে সুন্দরভাবে রমজানকে উদযাপন করতে পারছি।
রমজানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ চলছে। যা পূর্বে সম্ভব হতো না। এবছর প্রথম আমরা জসীমউদ্দিন হলকে শিক্ষকদের অনুমতি নিয়ে সাজাই। রমজানের একদিন আগেই আমরা যখন হলগুলোকে সাজিয়ে গ্রুপগুলোতে দেই তখন তা খুব সাড়া ফেলে। এরপর শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে সেজেছে হলগুলো। বাকি যেসব হল রয়েছে তারাও নিজেরা উদ্যোগ নিয়ে হল সাজাবে।
এসব বিষয়ে জানতে চাইলে ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে সবচেয়ে বেশি টার্গেট করেছে ইসলামকে। ইসলামের উৎসবকে তারা আদারিং করার চেষ্টা করে। তারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের আয়োজনকে বাধাগ্রস্ত করেছিল।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল নিষিদ্ধ করেছিল। এর প্রতিবাদে গণইফতারের কর্মসূচি দিলেও তারা নানা হুমকি ধামকি দিচ্ছিল। টিএসসিভিত্তিক দলগুলো ও নানারকম ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। প্রোডাক্টিভ রমজান শীর্ষক সেমিনারে তারা নির্লজ্জের মতো হামলা করেছিল। যা এদেশের আপামর জনসাধারণকে ব্যথিত করে।
আরও পড়ুন
উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার
সাজেকে সবুজের বুক চিড়ে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন মসজিদ
রমজানে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে যা করবেন