অনলাইন ডেস্ক :
দীর্ঘদিনের পুরনো শত্রুতা ভুলে চীনের মধ্যস্থতায় সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান। এ রমজানে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সোমবার (২৭ মার্চ) জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার ফোনে আলোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছান। এসপিএ আরও জানিয়েছে, ‘দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ফোনে চীনের স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আলোকে একাধিক বিষয়ে কথা বলেন। রমজানে দ্বিপাক্ষিক বৈঠকে সম্মত হয়েছেন তারা।’ বৈঠক কবে অথবা কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনও নিশ্চিত করেনি কোনো পক্ষ। আগামী মাসের তৃতীয় সপ্তাহে রমজান শেষ হতে যাচ্ছে। সৌদি কর্মকর্তারা বলছেন, বৈঠকটি তাদের ছিন্ন হওয়ার সাত বছর পর সম্পর্ক পুনরুদ্ধারের পরবর্তী পদক্ষেপ। চুক্তির আওতায় ইরান ও সৌদি আরব দুই মাসের মধ্যে দূতাবাস চালু করবে এবং সাত বছর সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর তা পুনঃস্থাপন করবে। গত কয়েক বছরের মধ্যে মধ্যপ্রাচ্যের কূটনীতির সবচেয়ে বড় পরিবর্তন এই এই ঘটনা। সুন্নি সৌদি আরব ও শিয়া ইরানের ক্ষমতার লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হওয়া সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলো এই ঘোষণায় সতর্কতার সঙ্গে ইতিবাচকভাবে নিচ্ছে। ইসরায়েলে এই চুক্তি হতাশার জন্ম দিয়েছে-একই সঙ্গে অনেকে নেতানিয়াহুর দিকে আঙুল তুলছেন। সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
জো বাইডেনের ‘উত্তরসূরি’ হয়ে ফিরবেন কি ট্রাম্প
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান