January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 28th, 2022, 9:06 pm

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

ফাইল ছবি

পবিত্র রমজানে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রমজানে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, যোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

আনোয়ারুল ইসলাম জানান, তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন রমজানে ব্যাংকের অফিসের সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

সুপ্রিম কোর্ট তাদের নিয়ম অনুসরণ করে এবং জনস্বার্থ বিবেচনায় নিয়ে রমজানের জন্য তাদের নিজস্ব অফিসের সময় পুনর্নির্ধারণ করবেন।

এ বছর বাংলাদেশে পবিত্র রমজান শুরু হতে পারে ২ এপ্রিল থেকে।

—ইউএনবি