নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ আমলে মাঠের নেতাকর্মীরা যখন অসংখ্য মামলার আসামি, গ্রেপ্তার হয়ে কারাগারে দিন কাটিয়েছেন, তখন মামলা থেকে বাঁচতে করেছেন পদত্যাগ। আবার ২০১৪ সালের নির্বাচনের পরে নিরাপদ জীবনযাপনের জন্য জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত বেশিরভাগ সময় কেটেছে প্রবাসে। গতবছরের ৫ আগস্টের পর প্রবাস থেকে দেশে ফেরা এমন লোকজনও পদ পেয়েছেন সদ্য ঘোষিত রাজধানীর রমনা থানা বিএনপির কমিটিতে। শুধু তাই নয়, পুলিশের সোর্সও কমিটিতে পদ পেয়েছেন বলে জানা গেছে।
রমনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলীর নেতৃত্বে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে দ্রুত ঘোষিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও মাঠের কর্মীদের দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানানো হয়েছে। তারা এই কমিটি বিলুপ্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও আহ্বান জানিয়েছেন।
রোববার (০৭সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে রমনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী বলেন, রমনা থানায় সম্প্রতি একটি ভ্রান্ত, পক্ষপাতদুষ্ট ও অনৈতিক কমিটি গঠন করা হয়েছে। যেখানে দীর্ঘদিন যাবত দলকে অবলম্বন হিসেবে গড়ে তোলার মতো সদস্যদের ছুঁয়েও দেখা হয়নি। এই প্রক্রিয়ায় আদর্শ, নৈতিকতা এবং দলীয় ঐতিহ্য সম্পূর্ণরূপে উপেক্ষিত হয়েছে। নেতাদের ত্যাগ ও অবদান অবমূল্যায়ন করে ব্যক্তি পছন্দের লোকদের পদ দেয়া হয়েছে।
এজন্য তারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে দায়ী করেছেন। তাদের দাবি, এই নেতার সততা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী দিনে এমন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে।
সংবাদ সম্মেলনে সোহরাব আলী অভিযোগ করে বলেন, নতুন কমিটিতে একাধিক নেতা পদ পেয়েছেন যারা দলের সঙ্কটকালে অনুপস্থিত ছিলেন। কিন্তু সুবিধাজনক সময় ফিরে এসে নিজেদের আবির্ভাব ঘটিয়েছেন। এসব নাম আমরা কখনই স্বাগত জানাই না-কারণ এটি দলের নৈতিক ভিত্তি ও সংগ্রামী অনুরাগকে অগ্রাহ্য করে। এ ধরনের অনৈতিক কমিটি দীর্ঘ আন্দোলন সংগ্রামে থাকার ত্যাগকে অবমূল্যায়ন করে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান মাধ্যমে আশা করি এখনই পক্ষপাতদুষ্ট ও অনৈতিক কমিটি ভেঙ্গে দিয়ে ত্যাগিদের মূল্যায়ন করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রমনা থানা বিএনপির কমিটিতে আহ্বায়কের পদ পাওয়া আশরাফুল ইসলাম দলের কঠিন সময়ে ২০১৮ সালে তার পদ থেকে পদত্যাগ করেছিলেন। তাকে এখন আবার দলের গুরুত্বপূর্ণ আহ্বায়ক পদে নির্বাচন করা হয়েছে। আমাদের প্রশ্ন হল, এমন ব্যক্তিকে আহ্বায়ক পদে নির্বাচিত করার ক্ষেত্রে কিভাবে তার আগের পদত্যাগের বিষয়টি বিবেচনায় নেওয়া হলো না?
তিনি আরও বলেন, রমনা থানা কমিটিতে পুলিশের সোর্স সাইদুজ্জামান শামীম হোসেনকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আমাদের প্রশ্ন কোন বিবেচনায় এবং কোন যোগ্যতায় সাইদুজ্জামান শামীম হোসেনকে দলের এই গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে। এছাড়াও আরেক যুগ্ম আহ্বায়ক সৌখিন হাওলাদার ২০১৪ সালের নির্বাচনের পর ইতালিতে চলে গেছেন। দেশে আসা যাওয়া করলেও ওখানেই ব্যবসা করতেন। ৫ আগস্টের পর তিনি দেশে ফিরে এসে এতবড় পদ পেয়েছেন। তার পাসপোর্ট যাচাই করলেই দেখা যাবে সে দেশে না বিদেশে থাকতেন।
বিএনপির এই সাবেক নেতা বলেন, কমিটিতে চান মিয়া চান, ফরিদ আহমেদ ও মো. সায়েম শিকদার শাহিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অথচ এরা এর আগে বিএনপির কোনো পর্যায়ে পদে ছিলেন না। সরাসরি এদের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ কোন প্রক্রিয়ায় দেয়া হলো এটাও আমরা জানতে চাই।
এদিকে পদত্যাগের বিষয়টি স্বীকার করে নতুন কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘আমি পদত্যাগ করেছিলাম কিন্তু সেটা দলের প্রতি ক্ষোভ ও অভিমানের কারণে। কারণ দল আমাকে মূল্যায়ন করেনি। মহানগর নেতাদের কাছে পদত্যাগপত্র দিলে তা গ্রহণ করা হয়নি। তাহলে সেই পদত্যাগপত্র কার্যকরও হয়নি। ’
সংবাদ সম্মেলনে জানানো হয়, যারা গত ১৭ বছর ধরে দলের জন্য সংগ্রাম করেছেন, তাদেরকে সুযোগ না দিয়ে যাদের কোনো অবদান নেই তাদের পদ দিয়ে এক ধরণের অবিচার। এটা দলের বিরুদ্ধে যড়যন্ত্র।
পদবঞ্চিত নেতাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতা সোহরাব আলী বলেন, যেসব উচ্চ পর্যায়ের নেতারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তাদের উচিত পদত্যাগ করা। এমন একটি প্রক্রিয়া চলতে দেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতি যদি দ্রুত সমাধান না হয় তবে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।
একইসঙ্গে অবিলম্বে বাতিল করে জানিয়ে দলের প্রতি ত্যাগের ভিত্তিতে প্রার্থী তালিকা পুনঃপর্যালোচনা করা, পুরাতন, বিশ্বাসযোগ্যদের অগ্রাধিকার দেয়া ও নতুন কমিটি গঠন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান।
রমনা বিএনপির কমিটিতে পুলিশের সোর্স-পদত্যাগীরা, নতুন কমিটি চান বঞ্চিতরা

আরও পড়ুন
ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ
ফ্ল্যাট দখলের অভিযোগে সাকা চৌধুরীর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
এ বছরও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ